দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম-১০ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ আফছারুল আমীন আজ নৌকা প্রতীকের সমর্থনে সংসদীয় আসন চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন ২৪ নং উত্তর আগ্রাবাদ ও ২৫ নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারন জনগণের সাথে কথা বলেন, এই সময় ডাঃ আফছারুল আমীন জন সাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার নিশ্চয়তা দিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকারের গণতন্ত্র, উন্নয়ন ও অগতির ধারাকে অব্যাহত রাখার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে উনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহবান জানান।
গণ সংযোগকালে উপস্থিত ছিলেন হালিশহর থানা আওয়ামীলী আহবায়ক ফয়েজ আহম্মদ, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ জাকারিয়া সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক আবুল কাসেম, যুগ্ম আহবায়ক দিলদার খান দিলু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ উল্লাহ, যুবলীগ নেতা সুমন দেবনাথ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।