ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, আ’লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও দিন ব্যাপী নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়। পরে পটিয়া মাঠে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী, নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রাহমান সানি, পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ্ ও উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। এতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে প্রায় ২০/২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল, গালর্স গাইড দল, রোভার স্কাউট, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধণা প্রদান করা হয়।