
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :
প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে চট্টগ্রাম চন্দনাইশে নৌকা, ছাতা, মোমবাতি, লাঙ্গল, হাতপাখা, চেয়ার, কাস্তেসহ বিভিন্ন প্রার্থীরা গণসংযোগ ও মিছিল অব্যাহত রয়েছে ।
১৭ ডিসেম্বর বিকালে নৌকা প্রতীকের পক্ষে চন্দনাইশ পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ১০টির অধিক মাইক্রোবাস এবং নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও গণসংযোগ করেন মহাজোট প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করার পাশাপাশি তার বিগত ৫ বছরের কর্মকান্ডগুলো তুলে ধরেন। সমর্থকেরা হরেক রকম শ্লোগানের মাধ্যমে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আ,লীগের আহ্বায়ক এম কাইছার উদ্দিন চৌধুরী, আ.লীগ নেতা যথাক্রমে শেখ টিপু চৌধুরী, তৌহিদুল আলম, সেলিম উদ্দিন, এসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, আমজাদুল হক চৌধুরী দুলাল, হেলাল উদ্দিন চৌধুরী, ফরিদুল ইসলাম চৌধুরী, ফরিদুল আলম, ইয়াছিন আরাফাত চৌধুরী, মো. কাশেম, নুরুল ইসলাম বাঁচা, কেএম আফসার, আবুল কালাম প্রমূখ।
এদিকে ছাতা প্রতীকের সমর্থনে এলডিপি ও বিএনপি যৌথ উদ্যোগে গণসংযোগ ও মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এ সময় তারা কর্ণেল অলি যোগাযোগ মন্ত্রি থাকাকালে চন্দনাইশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করেন। সে সাথে বিএনপি’র জোট প্রার্থী হিসেবে কর্ণেল অলিকে সম্মিলিতভাবে ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগ এবং মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, বিএনপি নেতা যথাক্রমে সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, মাহমুদুর রহমান মাদু, এলডিপি নেতা আইনুল কবির, আকতার উদ্দিন, মোরশেদুল আলম, জমির উদ্দিন, মহিউদ্দিন, শাহাদৎ হোসেন মুন্না, মো. ছোটন, আজম খান, সেলিম উদ্দিন প্রমূখ।