আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম পটিয়ার উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নেই

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

পটিয়া উপজেলার ভাটিখাইন ও ছনহরা ইউনিয়নে সোমবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
এসময় এলাকার জনগণের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে সামশুল হক চৌধুরী বলেন, সারাদেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার ধারাবাহিকতায় পটিয়ায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি আমাকে এ পটিয়ার উন্নয়নের জন্য যা চেয়েছি তাই দিয়েছে। বাংলাদেশে উন্নয়নের মধ্যে পটিয়া ২য় স্থানে রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় ছিল বলেই তা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, পটিয়ার উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকার কোন বিকল্প নেই । তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে।
এ সময সামশুল হক চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্ত্তী, সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি বড়ুয়া, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মো. বখতেয়ার উদ্দিন, ছনহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, ইউনিয়ন আ’লীগ নেতা সন্তোষ কুমার বড়ুয়া, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, আনোয়ার উদ্দিন, সরোয়ার উদ্দিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ