
দেশচিন্তা ডেস্ক: দুদকের পক্ষে মহাপরিচালক মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত কার্যক্রম আরো গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর মধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদক ও টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।
দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য গত ২৫ মে ২০১৫ তারিখে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক করে।
পরবর্তীতে ৫ জুন ২০১৭ তারিখে দুই বছর চার মাস মেয়াদি দ্বিতীয় দফা, ৭ অক্টোবর ২০১৯ তারিখে তিন বছর মেয়াদি তৃতীয় দফা এবং ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে তিন বছর মেয়াদি চতুর্থ দফায় সমঝোতা স্মারক সম্পাদিত হয়। সেই ধারাবাহিকতায় আজ আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি পঞ্চম দফা সমঝোতা স্মারক স্বাক্ষর হলো।