
দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ি জেলাতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তি ও স্বস্তি সহকারে উদযাপন করার লক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘পাহাড়ে যেই ধর্মের হোক না কেন আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করি। খাগড়াছড়ি জেলা বিএনপির বিগত বছরগুলোতেও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একাত্মতা প্রকাশ করে আসছে। তবে বর্তমান প্রেক্ষাপটে একটি চক্র পাঁয়তারা করছে কীভাবে পাহাড়ের সম্প্রীতি নষ্ট করে পাহাড়কে অশান্ত করে তুলতে। কিন্তু আমরা বিএনপি পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। কীভাবে পাহাড় শান্ত এবং অসাম্প্রদায়িক একটি পাহাড় গড়তে। সেজন্য আজকের এ মতবিনিময় সভা।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার।
এতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আ. বর রাজা, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, খাগড়াছড়ি কেন্দীয় লক্ষী নারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশিষ ভট্টাচার্য, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে সাধারণ সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি সাধন দে, খাগড়াছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরে সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল প্রমুখ।