আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানে ৫০ হাজার টাকা জরিমানা

দেশচিন্তা ডেস্ক: অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে শহরের বনরুপা পাড়া এলাকায় অবৈধ মাটি ও বালি উত্তোলন এবং পরিবহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা কালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এ জরিমানা করেন।

পরিবেশ অধিদফতর জানায়, অবৈধ মাটি কাটা বালি উত্তোলন ও পরিবহন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় শহরের ৬ নং ওয়ার্ড বনরুপা পাড়া এলাকায় পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধানমতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি মোবাইল কোর্টের নেতৃত্ব দেন।

এ সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে মাটি ও বালি বহনকারী ট্রাক, পৌর এলাকার অভ্যন্তরে সড়ক ব্যবহার করে পরিবহন না করার বিষয়ে চালকদেরকে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদফতর বান্দরবান জেলার সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ রক্ষায় পাহাড় কর্তন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আজ পৌর এলাকায় হয়েছে। এভাবে প্রতিদিন জেলার সকল উপজেলায় অবৈধ পাহাড় কর্তন ও বালি উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত আছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ