
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, শরীফ উদ্দিন খান বিএনপি পরিবারের একজন নিবেদিত প্রাণ ছিলেন। ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে ধীরে ধীরে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক ও পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে পরিণত করেন। চান্দগাঁও থানা বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন ও আদর্শকে বুকে লালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকারের কবল থেকে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে শরীফ খানের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও তিনি দলের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হন নি। এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগেও তিনি রেখেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতবাসী করেন। দেশ ও দলের জন্য শরীফ উদ্দিন খানের অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে।
১৩ আগষ্ট (বুধবার) বাদে আসর চান্দগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম শরীফ উদ্দিন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ০৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাঘফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর পূর্বে তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মরহুমের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।
দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা এম. এ হামিদ, জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, মনছুর আলম, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, হাজী আবু বক্কর, মানিক চৌধুরী, মো. আলম, নুরুল আমিন, মো. আলমগীর, নুরুল আলম লিটন, এম. আবু বক্কর রাজু, আরিফুল ইসলাম, মো. আলমগীর, নওশাদ আল জাসেদুর রহমান, শহীদুজ্জামান, ইউসুফ আলী লিটন,আব্দুর রহমান আলফাজ, মো. সিরাজ, মাসুম বিল্লাহ মোহন, বাবুল দেবনাথ, নাছির উদ্দিন, আনিসুজ্জামান, জহুরুল ইসলাম জহির, ফয়সাল মোরশেদ, মো. নেজাম, আব্দুল হাকিম, কামাল হোসেন খোকন, আনোয়ার হোসেন বাদশা, মো. আমজাদ, ইসহাক জয়, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, বদিউল আলম সাইফু, আব্দুস সাত্তার, আরিফ মহিউদ্দিন, সাগর, রুবেল মুন্সী, রুবেল, নাদিম, রনি হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।