
চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএমপির উপ-কমিশনার (পোর্ট) আমিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।
বুধবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর পোর্ট জোন কার্যালয়ে গিয়ে উপ-কমিশনারের সঙ্গে এ মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান; সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম; চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।
মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম বন্দর এলাকাকে অস্থিতিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে। নেতৃবৃন্দ বন্দর থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে থেকে এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ বলেন- আমরা দেখতে পাচ্ছি রাতের আধাঁরে নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম বন্দর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
এ সময় নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে যেকোনো সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।