আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ড. অরুণ বিকাশের পিতার মৃত্যুতে সিইউজের শোক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দ্যা ডেইলি স্টার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার সহযোদ্ধা ড.অরুণ বিকাশ দে’র পিতা অ্যাডভোকোট অপূর্ব লাল দে’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে।

বুধবার (১৩ আগস্ট) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, সহযোদ্ধা সাংবাদিক ড.অরুণ বিকাশ দে’র পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীর শোকাহত। প্রয়াত অপূর্ব লাল দে বার্ধক্যজনিত রোগসহ নানা জটিলরোগে ভুগছিলেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার (১৩ আগস্ট) রাতে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ভাটিখাইন গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ