
বান্দরবানে শুরু হয়েছে আন্তঃউপজেলা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
সোমবার (১১ আগস্ট) বিকেলে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার।
বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে, জেলা প্রশাসন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় শুরু হওয়া এই টুর্নামেন্ট বান্দরবানের সাতটি উপজেলায় অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত খেলাগুলো থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে উপজেলা ভিত্তিক দল গঠন করা হবে এবং পরবর্তীতে তারা জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে রোয়াংছড়ি উপজেলায়।
বান্দরবান সেনা রিজিয়ন দীর্ঘদিন ধরে পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিকাশেও বিশেষ ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের এই ফুটবল টুর্নামেন্ট। বান্দরবান সেনা রিজিয়ন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিকাশেও বিশেষ ভূমিকা রেখে আসছে। এবারের এই ফুটবল টুর্নামেন্ট তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম. এম. ইয়াসিন আজিজ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. সাকের আহমেদ, অফিসার ইনচার্জ, রোয়াংছড়ি থানা। এসময় বিভিন্ন দুর্গম পাড়া থেকে আগত খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বান্দরবানে ফুটবলের মানোন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি, এবং তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের মাধ্যমে জীবন গঠনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ি এলাকার ক্রীড়াঙ্গনকে নতুন প্রাণ দেবে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করবে বলে আশা করা হচ্ছে।