আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ইউপি সদস্যসহ ৩ জন আহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রফিক উদ্দীন (৫৫) ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কালা গোদারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্যক্তিগত কাজ শেষে রফিক উদ্দীন এক ছেলেকে নিয়ে মনুফকির বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো দা দিয়ে কোপায়। এ সময় রফিক উদ্দীনের আরেক ছেলে মো. ফয়সাল ঘটনাস্থলে এলে তাকেও লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা।

গুরুতর আহত রফিক উদ্দীন, তার ছেলে মো. ফয়সাল (২৬) ও মো. মিশালকে (২৩) স্বজনরা প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলেও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় আক্রোশের বশবর্তী হয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ