আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে সফর, ১৪৪৭ হিজরি

উখিয়ায় আরাকান আর্মির সদস্য আটক

উখিয়া সংবাদদাতা: কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অস্ত্রসহ অনুপ্রবেশকারী আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে এ অনুপ্রবেশ ঘটে বলে জানিয়েছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

আটক যুবকের নাম জীবন তঞ্চঙ্গা (২১)। তিনি মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সক্রিয় সদস্য। তার কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়েছে।

লে. কর্নেল জসিম উদ্দিন জানান, সকাল বেলায় উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে একজন সশস্ত্র ব্যক্তি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে উপস্থিত হয়ে বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান।

এসময় বিজিবি সদস্যরা আগ্নেয়াস্ত্রটি জব্দ করে তাকে হেফাজতে নেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তার কারণে তিনি অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে এসেছেন।

ঘটনার পর আটক যুবককে উখিয়া থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ