
দেশচিন্তা ডেস্ক: রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির ১৯তম অভিষেক অনুষ্ঠান Empower সম্প্রতি নগরীর সি জি এস গ্রামার স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল মোতালেব। অনুষ্ঠানে ক্লাবের সদ্য অতীত সভাপতি রোটারোক্টর রমিজ উদ্দিন নতুন সভাপতি রোটারেক্টর মোর্শেদা শাহরিনকে কলার পরিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য, মোর্শেদা শাহরিন লেক সিটি ক্লাবের ইতিহাসে প্রথম নারী সভাপতি। ২০২৫-২৬ বর্ষের সেক্রেটারি হিসেবে বাপ্পি শাহনেওয়াজ সহ বিভিন্ন পদে অন্যান্য সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা ক্লাবের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন নেতৃত্বের প্রতি উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পনসরিং ক্লাবের সভাপতি খন্দকার এমদাদ, আর সি সি এ.এফ. এম মোরশেদুল আলম, অতীত সভাপতি শাহরিয়ার আলম, সাকিফুল আলম, পি.ডি.আর.আর আব্দুল আহাদ, জাহেদুল ইসলাম, গিয়াস উদ্দিন, সাজিবুল হক, সাজ্জাদুল ইসলাম, নাজমুল হাসান ও তুহিন প্রমুখ পাষ্ট প্রেসিডেন্টগণ। এছাড়া ২০২৫-২৬ বর্ষের বোর্ড মেম্বার তৈয়ব কাদেরি, রুকন, হৃদয়, নায়িব, রহিম, রামিসা, জয়নাল, খোরশেদ, আসিফসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।