
সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়া খাগরিয়া ৪নং ওয়ার্ডের আব্বাস পাড়া এলাকাবাসীর উদ্যোগে প্রথমবারের মতো আগামী ১৬ নভেম্বর ২০২৪ ‘শনিবার বাদে যোহর তাফসীরুল কুরআান মাহফিল আব্বাস পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আব্বাস পাড়া বায়তুল আমান জামে মসজিদের উপদেষ্টা নুরুন্নবী তালুকদার।
প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হজরত মাওলানা ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব মা:জি:।
আব্বাস পাড়া বায়তুল আমান জামে মসজিদের সভাপতি হাজী মাওলানা আবদুল মালেক সাহেবের সভাপতিত্বে বিশেষ মুফাচ্ছির হিসেবে তাফসির পেশ করবেন চন্দনাইশ জাফরাবাদ (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক হজরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা ইউসুফ বিন নূরী সাহেব, মা:জি:, জাফরাবাদ, ফাজিল মাদ্রাসা জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ ক্বারী কাজী এয়ার মোহাম্মদ।
মাহফিল বাস্তবায়নে যারা: খাগরিয়ার কৃতি সন্তান মনির আহমদ তালুকদার ফাউন্ডেশন এর সভাপতি কাতার প্রবাসী মোঃ জামাল উদ্দিন (শিপু), আব্বাস পাড়া বায়তুল আমান জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (ফুল শহিদ), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগরিয়ার সাধারণ সম্পাদক জুবায়ের আলম ইমরান, মোঃ নেজামত আলী, মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে দৈনিক দেশ বর্তমানে সিনিয়র এক্সিকিউটিভ মোঃ জয়নাল আবেদীন।
আরও ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন মোহাম্মদীয় (স:) আখতারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল বশর ছানবী, রওশন তালুকদার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন, শফিকুল ইসলাম রাহী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শফিক উল্লাহ মাহমুদ, হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ছাবের।
পরিচালনায় থাকবেন আব্বাস পাড়া বায়তুল আমান জামে মসজিদের প্রজেক্টারের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নোমান সাহেব। মহিলাদের জন্য পর্দা সহকারেন আলাদা বব্যস্থা রয়েছে।
সার্বিক সহযোগিতায়:বাংলাদেশ জামায়াত ইসলামী,খাগরিয়া ইউনিয়ন শাখা##