আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

থানচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান ২১শে ফেব্রুয়ারী

থানচি (বান্দরবান) প্রতিনিধি 

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প অর্পনের মধ্যে দিয়ে শুরু হয় মহান ২১শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,থানচি থানা, উপজেলা প্রেস ক্লাব,রাজনৈতিক দল উপজেলা আওয়ামীলীগ,বিএনপি ও তাদের সহযোগী সংঘটন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়সহ, থানচি কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ সর্বস্থরের জনসাধারণ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণী ওসমানীর সার্বিক পরিচালনায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে থেকে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং থানচি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী আনিচ উল্লাহ মোবারক শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,উপস্থিত সকলে যার যার ধর্মীয় নিয়ম অনুযায়ী প্রার্থনা করা হয়।
এসময় অংশগ্রহন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা,থানচি থানার অফিসার ইনচার্জ মোহাম্ম সাইফুদ্দিন আনোয়ার থানচি উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি র‌্যাম্বু ত্রিপুরা সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম(শহীদ) নির্বাহী সদস্য মতি প্রিপুরা,সদস্য সিংথোয়াই অং মারমা প্রমুখ।
সকার ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা,বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা এবং পুরুষ্কার বিতরণ আয়োজন করা হয় এছাড়া ও বিভিন্ন সংঘটন স্ব স্ব অনুষ্টান পালন করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ