আজ : বুধবার ║ ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবি আইকিউএসির উদ্যোগে দুইদিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কলা ও মানববিদ্যা অনুষদের বিভাগসমূহের শিক্ষকদের অংশগ্রহণে ÒTraining on qualitative data coding and analysis softwareÓ শীর্ষক দুইদিনব্যাপী (১০ ও ১১ নভেম্বর) প্রশিক্ষণ কর্মশালা শেষে আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় চবি উপাচার্য দপ্তরের সভা কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিয়াতে টিকে থাকতে হলে রিসার্চের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ প্রতিটি অনুষদভিত্তিক শিক্ষকদের নিয়ে আরও করা দরকার। এতে শিক্ষকরা গবেষণার প্রতি আগ্রহ নিয়ে কাজ করবে পাশাপাশি গবেষণা কাজে দক্ষ হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান আপনাদের গবেষণার কাজে চর্চা করবেন, টিচিংয়ে কাজে লাগাবেন। যা শিখেছেন তা বাস্তবে কাজে লাগালে কর্মশালাটি ফলপ্রসূ হবে। উপাচার্য বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধি করার জন্য। এজন্য শিক্ষকদের সহযোগিতা লাগবে। আপনারা গবেষণায় এগিয়ে এলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এখন বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো একাডেমিক পরিবেশ বিরাজ করছে। প্রায় প্রতিদিন গবেষণামূলক সভা-সেমিনার-কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

সনদ প্রদান অনুষ্ঠানে চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন। প্রশিক্ষণ কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. খাদিজা মিতু। প্রশিক্ষণ কর্মশালাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায় কলা ও মানববিদ্যা অনুষদের প্রতিটি বিভাগ থেকে দুইজন করে শিক্ষক অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ