আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী (৯-১৩ নভেম্বর) ÒFoundation Training Program For Professional Development” শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অংশগ্রহণকারী সকল শিক্ষককে অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে শিক্ষক হয়েছেন। আপনারা যোগ্য বিধায় নিয়োগ পেয়েছেন, এখন সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। অনেকে ভালো শিক্ষার্থী কিন্তু শিক্ষক হিসেবে ভালো করতে পারেন না, ভালো শিক্ষক হতে হলে টিচিং পদ্ধতি ভালোভাবে জানতে হবে। একজন শিক্ষকের আই কন্টাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ এবং লেকচার ডেলিভারিসহ নানাবিধ বিষয় খেয়াল রাখতে হয়। একজন শিক্ষক তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলে জনপ্রিয় শিক্ষক হওয়া সম্ভব। অর্পিত দায়িত্বের মধ্যে সবার আগে পড়ে নিষ্ঠার সাথে ক্লাস নেওয়া, নৈতিকতার সাথে পরীক্ষার খাতা মূল্যয়ন। উপাচার্য বলেন, শিক্ষকদের নিয়ে হওয়া বেশিরভাগ প্রশিক্ষণগুলো হয় গবেষণা কেন্দ্রীক। এ প্রশিক্ষণটি আশা করি শিক্ষকদের টিচিং পদ্ধতি সম্পর্কে শিখানো হবে। এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানান চবি উপাচার্য।

প্রশিক্ষণের প্রথমদিন ট্রেইনার ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী। প্রশিক্ষণটি প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে বিভিন্ন ও ইনস্টিটিউটের ৩০ জন শিক্ষক অংশ নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ