
দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় পরিবহন বহরে নতুন করে যুক্ত হলো আরও দুটি বাস। সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে নতুন দুটো বাসের শুভ উদ্বোধন উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী , প্রক্টর শেখ মো. হাবিব উল্লাহ এবং সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন।
সঠিক সময়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা যাওয়ায় সুবিধা প্রদানে পরিবহন বহরে নতুন করে আরও দুটি বাস সংযোজন করেছে সাউদার্ন ইউনিভার্সিটি কতৃর্পক্ষ। বাসের সময়সূচি সম্পর্কে জানতে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস ও স্ব স্ব বিভাগে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।













