আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার বিক্ষোভ

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে এ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্যেনু মারমার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন – সুমন চাকমা, বাগীছ চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের (টিএসএফ) প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) প্রতিনিধি ওয়াইপ্র মারমা ও কৃপায়ন ত্রিপুরা।

বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের গ্রেফতার করা না হলে – আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ