খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে এ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
এর আগে শহরের খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্যেনু মারমার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন - সুমন চাকমা, বাগীছ চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের (টিএসএফ) প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) প্রতিনিধি ওয়াইপ্র মারমা ও কৃপায়ন ত্রিপুরা।
বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের গ্রেফতার করা না হলে - আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.