আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রথমবার জুটি বাঁধলেন ইমন-ফারিয়া

দেশচিন্তা ডেস্ক: এই প্রথম জুটি বাঁধলেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী মামুন হাসান ইমন এবং শবনম ফারিয়া। ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত বিশেষ টেলিফিল্মে অভিনয় করেছেন তারা।

মুশফিকুর রহমান গুলজারের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’-এ দেখা যাবে ইমন ও ফারিয়াকে। আরও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলী প্রমুখ।

কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’র ভাবকে উপজীব্য করে এই নাটকের কাহিনির বিস্তার হয়েছে। এক প্রেমিকার আবেগময় আকুতি ফুটে উঠেছে এই টেলিফিল্মটিতে।

নির্মাতা মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘জাতীয় কবির অনেক জনপ্রিয় প্রেমের গান আছে যা একটু অনুভূতি দিয়ে শুনলে বুজঝতে পারা যায় এর পরতে পরতে ছড়িয়ে আছে গল্প। আমি চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে নাটকটি নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া একত্রে জুটিবদ্ধ হয়ে নজরুল-এর কোনো নাটকে অভিনয় করেছেন। তাদের এই কাজটি খুব ভালো হয়েছে। আশা করি দর্শক তাদের জুটিকে গ্রহণ করবে।’

টেলিফিল্মটি আগামী ২৭ আগস্ট (১২ ভাদ্র) বিকাল ৩টা ৫ মিনেটে প্রচারিত হবে চ্যানেল আইতে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ