
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ, পাচারকাজে ব্যবহৃত ১টি সিএনজি সহ দুই পাচারকারীকে আটক করেছে।
শনিবার (২৩ আগষ্ট) রাতে চন্দ্রঘোনা থানাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বান্দরবান সড়কে পাচারকালীন তাদের আটক করা হয়। আসামীরা হলো- মো. হাছান(২৩), মোহাম্মদ দিদারুল আলম(৪০)। তারা বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদ পেয়ে থানার এসআই এসএম রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা ও সঙ্গীয় ফোর্স শনিবার রাত ১টায় অভিযান পরিচালনা করে ১০৫ লিটার মদ, পাচারকাজে ব্যবহৃত সিএনজি সহ ওই পাচারকারীদের আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা রুজু করে রোববার আসামীদের রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।