আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

৫০০ বস্তা আলু পাচারের সময় কুতুবদিয়ায় ফিশিং ট্রলারসহ আটক ১১

মিয়ানমারে মাদকের বিনিময়ে ৫০০ বস্তা আলু পাচারের সময় কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র এলাকা থেকে ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইলসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

অভিযানে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি ফিশিং ট্রলার তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলুসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করেন। এ সময় আরকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারিদের হাতে মাদক পৌঁছে দেন। তাদের মতো আরও কয়েকটি অসাধু চক্র এরকম অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছেন মর্মে জানা যায়।

জব্দ করা আলু পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ