আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। পরিচিত সকলেই রয়েছে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে। দলে একজন নতুন মুখ রয়েছে।

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে স্ক্যালোনির দল। সেই দুইটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে সোমবার (১৮ আগস্ট)। দলে মেসি, মার্টিনেজ, রোমেরোরা ছাড়াও রয়েছেন সকল পরিচিত মুখ।

এদিকে আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। মূলত, লাৎজিও’র ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন লোপেজ। এই স্ট্রাইকার চলতি মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করেছেন।

গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা এঞ্জো ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি। চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলো দিবালাও ডাক পাননি। রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সি মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে স্কোয়াডে রেখেছেন স্ক্যালোনি।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ