আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

“দেশের বর্তমান পেক্ষাপটে রিহ্যাব এর করণীয়” সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে “দেশের বর্তমান পেক্ষাপটে রিহ্যাব এর করণীয়” সম্পর্কে মতবিনিময় সভা ১০ নভেম্বর, রবিবার বিকাল ৫ঃ০০ টায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।

 

“দেশের বর্তমান পেক্ষাপটে রিহ্যাব এর করণীয়” সম্পর্কে রিহ্যাব সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এসময় সভার সভাপতি বলেন দেশের বর্তমান প্রেক্ষপটে রিয়েল এস্টেট সেক্টর বহুমূখী সমস্যা অতিক্রম করছে। এই কঠিন সময় থেকে উত্তরণের জন্য রিহ্যাব সদস্যদের মধ্যে ঐক্য সম্প্রীতি, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সমস্যা থেকে উত্তরণের জন্য সকলের মতামত ও পরামর্শ একান্ত প্রয়োজন।

 

সভা সঞ্চালনা করেন, রিহ্যাব এর সাবেক পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান (১), সিপিডিএল এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।
রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন টেকসই উন্নয়নের জন্য রিয়েল এস্টেট সেক্টরের ম্যানেজমেন্ট, কমকর্তা এবং কর্মচারীদের জন্য নিয়মিতভাবে সেফটি সিকিউরিটি, ট্যাক্স, ভ্যাট এবং এই সেক্টরের সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়ের উপরে যথাযথ কর্তৃপক্ষের অংশগ্রহণে সেমিনার, ওয়ার্কশপ ও মতবিনিময় সভা আয়োজনের পদক্ষেপ গ্রহণ করেছি।

রিহ্যাব এর সাবেক ইসি মেম্বার ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান, ইক্যুইটি প্রোপার্টি ম্যানেজমেন্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আইনুল হক বলেন সততার সাথে, প্রতিশ্রুতি এবং দায়বদ্ধ থেকে আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা করলে ব্যবসায় টিকে থাকা যায়। সেক্ষেত্রে সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের দীর্ঘসূত্রীতা ছাড়া সহযোগীতা প্রয়োজন হয়।

 

রিহ্যাব এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান, এপিক প্রপার্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস. এম আবু সুফিয়ান বলেন দেশের উন্নয়নের জন্য আবাসন ব্যবসায়ীদের সমস্যা নির্ণয় করে সমাধানের জন্য আমাদেরকে সিডিএ, সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থা এবং দপ্তরগুলোর সাথে মতবিনিময় করে সমস্যা সমাধান করতে হবে। এক্ষেত্রে সকলের সদিচ্ছা ও আন্তরিক সহযোগীতা একান্ত প্রয়োজন।

রিহ্যাব সাবেক ইসি মেম্বার ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সেক্রেটারী, ফিনলে প্রপার্টি ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোফাখখারুল ইসলাম বলেন নিজের উপর আত্মবিশ^াস রেখে ডেভেলপারদের মধ্যে সহযোগীতা বৃদ্ধির মাধ্যমে আবাসন ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধানের পথ বের করতে হবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন, রিহ্যাব সদস্য জেএস বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাফর, র‌্যাংকস এফসি প্রাপার্টিজ লিঃ এর পরিচালক জনাব মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর উদ্দীন আহম্মদ, জনাব মাইনুল হাসান এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ