আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় আগুনে পুড়ে ৭ বসতঘর ভস্মীভূত

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঢেমশা ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৭টি বসতঘর।
বৃহস্পতিবার রাত ১ টার সময় উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলজানী বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১ টার পর আকষ্মিকভাবে ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ৭টি বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। পরিবারগুলো নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিছে দিনাতিপাত করছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইউনুচ আলী বলেন, আমরা খবর পেয়ে ২ টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করি। তিনি আরও বলেন এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি এবং আমরা ৮০ লক্ষ টাকার মত সস্পদ ক্ষয়ক্ষতি থেকে উদ্ধার করেছি।

এবিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ