সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় ইসলামী ব্যাংক বাংলাবাজার এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার সময় উপজেলার সোনাকানিয়া বাংলাবাজার এজেন্ট আউটলেটে এ কর্মসূচি পালিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ঘোষিত গ্রাহক সেবা মাসের কর্মসূচি হিসেবে গ্রাহক সমাবেশের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতকানিয়া শাখার আওতাধীন বাংলাবাজার এজেন্ট আউটলেট।এর আগে শাখার বাকি চারটি এজেন্ট আউটলেটে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া শাখার ম্যানেজার মুহাম্মদ হাসানুদ্দীন বলেন, ইসলামী অর্থনীতি ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে আমাদের ধাবিত হতে হবে।বাংলাদেশ ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, বাংলার আবাবিল পাখিদের মাধ্যমে স্বাধীনতা অর্জনের মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সরকারের রোষানলে থাকা ইসলামী ব্যাংক রক্ষা পেয়েছে।ইসলামী ব্যাংক আবারও পূর্বের জায়গায় নতুন করে ফিরে এসেছে।যেসকল আল্লাহ ওয়ালা মানুষদের মালিকানায় ছিল পুনরায় তাদের কাছে ফিরে এসেছে।
গ্রাহক সমাবেশে বাংলাবাজার এজেন্ট আউটলেটের ইনচার্জ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখার সিনিয়র অফিসার এস এম ওবাইদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সাতকানিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ হাসানুদ্দীন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক শরীয়া বোর্ডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ উল্লাহ, ইসলামী ব্যাংক শরীয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ মীর হোসেন, আইএফআইসি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক জাহেদুল হক চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মির্জাখীল আনোয়ার-এ রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আরিফুল্লাহ, মির্জাখীল আনোয়ার-এ রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাষ্টার জামাল উদ্দিন, মাষ্টার হাবিবুর রহমান, এজেন্ট আউটলেটের ডেস্ক অফিসার তামান্না আক্তার, জোবাইর বিন জিহাদী প্রমুখ।