দেশচিন্তা ডেস্ক : সংস্কার কার্যক্রম শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এ দাবি জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের এ নেতা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নানা ধরনের সংস্কার দ্রুত নির্বাচন দিবেন আশা করি। ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) অংশগ্রহণের মাধ্যমে মানুষের মন জয় আবারো ক্ষমতায় এসে একটি নতুন বাংলাদেশ গঠন করবে।
আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া আরও বলেন, বিএনপির লোকের কখনো অপকর্ম করেনা। আর যারা অপকর্ম করে তারা কখনো বিএনপির লোক হতে পারে না। ছাত্রদলের কেউ অপকর্মে সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে “পথসভা ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, যুগ্ম আহবায়ক ফিরোজ, শাহাদাত হোসেন, রাশেদুল কবির, মোহাম্মদ মহিউদ্দিন, দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খান রিপন, সদস্য নিজাম,আতিক,হারুন,মহিনসহ আরও অনেককে।