আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজারের সদ্য গঠিত উপজেলা ঈদগাঁওর ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে (শুক্রবার) বিকেল ৪ টায় উপজেলার পাবলিক লাইব্রেরির হলরুমে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

 

ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির মোহাম্মদ তামিমের সঞ্চালনায় এবং সভাপতি ইরফানুল করিমের এর সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আহম্মদ করিম সিকদার।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত এ উপজেলা কমিটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হিরু, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আনাসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান আসিফ, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ হাসিবুল হাসান, জোবাইরুল ইসলাম মুসা, মোহাম্মদ সিফাত শাহরিয়ার, আয়ান সায়েম জিহাদসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ওয়ার্ড় এবং ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ।

 

দীর্ঘ ৫ বছর পর গত ১৪ মে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের একটি নতুন কমিটি অনুমোদন দেই কক্সবাজার জেলা ছাত্রলীগ। কমিটি হওয়ার পর দীর্ঘদীনের নেতৃত্বের সংকট কাটাতে এবং সাংগঠনিক অচলাবস্থা ভাঙতে নানা উদ্যেগ হাতে নিয়েছে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ। তারই ধারাবাহিকতার প্রথম কর্মসূচি হিসেবে এ বর্ধিত সভার আয়োজন করে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ।

 

সভায় উপস্থিত হয়ে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ কে কর্মী বান্ধব করতে নানান দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফাক উদ্দিন আরফাত, সাধারণ সম্পাদক সুয়াইফুল হক, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হিরু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, পোকখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন ইউনিট প্রধানরা।

 

এ দিখে বিভিন্ন দাবি-দাওয়া ও সাংগঠনিক সমস্যার জবাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিম বলেন, “দীর্ঘ ৫ বছর পর কমিটি হওয়ায় আমরা সবাই আনন্দিত। আপনাদের অনেক দাবিদাওয়া আছে আমরা জানি। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করে। আমরা সব শিক্ষার্থীকে সাথে নিয়ে সব সংকট সমাধান করে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ কে কর্মীবান্ধব ও কক্সবাজারের একটি সেরা ইউনিট হিসেবে তৈরী করতে সর্বাত্মক চেষ্টা করবো।

সকল স্তরের নেতৃবৃন্দদের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধৈর্য্যর পরিচয় দিয়েছে। সকলে সহযোগিতা করলে আশা করি আপনাদেরকে একটি কর্মীবান্ধব উপজেলা ছাত্রলীগ উপহার দিতে পারবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ