আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জহুর-নাহার (জেড.এন) সাংস্কৃতিক সংসদ’র কার্যকরী কমিটি গঠিত

দেশচিন্তা ডেস্ক : বাংলার গণমানুষের নেতা মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলার প্রথম কেবিনেটের মন্ত্রী এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম জহুর আহমেদ চৌধুরী এবং তার সহধর্মিনী নুরুন্নাহার জহুর এর স্মরণে নামকরণ করা হয় এই সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা জহুর আহমেদ চৌধুরীর কনিষ্ঠ কন্যা জেরিনা রোজী ও তার পুত্র আইনান মোর্শেদ।

 

২০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় জামাল খান রোডস্থ একটি রেষ্টুরেন্টে জহুর-নাহার ( জেড.এন) সাংস্কৃতিক সংসদ এর এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনান মোর্শেদ জুহায়ের এর সভাপতিত্বে ডাক্তার ও সাংস্কৃতিক সংগঠক রেশমি ইসলাম নীলিমা এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা জেরিনা রোজী, সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ আবদুল্লাহ, এম এ মোমিন, ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, মোঃ মহিউদ্দিন,

 

মোঃ সাকিব উদ্দিন, প্রণব চক্রবর্তী, মো: সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় সংগঠনকে গতিশীল করার জন্য সবার সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য ৪০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা জেরিনা রোজী।

 

সভাপতি আইনান মোর্শেদ জুহায়ের, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির টিটু, সহ-সভাপতি মো. আসিফুর রহমান চৌধুরী, মীর হোসাইন, মোঃ হিশাম, সাধারণ সম্পাদক রেশমী ইসলাম নীলিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি (মিক), আরিফ মঞ্জু, তেজান মোরশেদ, জাভিদ রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সজল দাশ, অচিন্ত্য কুমার দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর হোসেন নাঈম, দপ্তর সম্পাদক মো. আবদুল্লাহ, প্রচার সম্পাদক এ্যালেক্স বাড়ৈ, সহ প্রচার সম্পাদক এনায়েত হোসেন সানী, কোষাধ্যক্ষ সানিয়া তাসনিম,

 

ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মো. এম. এ. মোমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আহমেদ ফায়সাল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাদা মাহির খান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান একা, বাণিজ্য বিষয়ক সম্পাদক কে. এম. শামিল আশরাফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. এস. এম ইলিয়াস কামরু, সড়ক ও পরিবহন সম্পাদক রাসেল আহমেদ, শ্রম সম্পাদক ফয়জুল কাদের,

প্রেসিডিয়াম সদস্য ইকবাল আহমেদ, হাসনাত তানভীর, সদস্য মো. হানিফ চৌধুরী, শিউলি আক্তার, নারায়ন চন্দ্র দাশ, সুমন চৌধুরী, শাখাওয়াত পাভেল, সাকিব উদ্দীন, আবুল ফয়সাল, এমাজ উদ্দিন (ইফতি), কানু রাম দে, মোঃ শেখ আসিফ উল্লাহ্, রিদওয়ান আহমেদ, রনি মহাজন, সুপ্তি সেন মহাজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ