
সরওয়ার কামাল, মহেশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ স্লোগানকে সামনে রেখে মহেশখালীতে দুই দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে।
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২ দিন ব্যাপী এ মেলা গত ২৯ জানুয়ারী শুরু হয়ে ৩০ জানুয়ারী বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফজলুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ,পরিবার পরিকল্পনা অফিসার তাপস দত্ত প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। মেলায় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।