মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার উপজেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজুর নবী খোকন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার বাবু মিলন কুমার ভট্টাচার্য। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা।
সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, এই উপহার মামনীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য পাঠিয়েছে আমি আপনাদের জন্য কিছু করতে পারলে আনন্দিত হয়।
প্রধান অতিথি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর সূর্য সন্তান যতদিন আছি আপনাদের সেবা করে যাবো।
সাতকানিয়া প্রেসক্লাবে সভাপতি সৈয়দ মাহফুজুর নবী খোকন বলেন, তীব্র শীতে আপনারা কষ্ট করে এসেছেন অনেক মুক্তিযোদ্ধা অসুস্থ আসতে পারেনি সবার জন্য দোয়া করবেন।