আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে সুপার সার্ভিস আক্রমণে দুমড়েমুচড়ে গেলো সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা। এতে অটো চালকসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থা হওয়ায় ৩ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপর দেড়টার দিকে উপজেলার তৈলারদ্বীপ ব্রীজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর ছেড়ে আসা পেকুয়াগামী একটি সুপার সার্ভিস (বাস গাড়ী) তৈলারদ্বীপ ব্রীজের টোল প্লাজার সামান্য দক্ষিণে কালভার্ট এলাকায় আসার সাথে সাথে একটি সিএনজির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশাসহ ২ গাড়ীকে দুমড়েমুচড়ে ফেলে ঘাতক বাসটি।

 

এতে অটোরিকশা ও সিএনজি চালক এবং ২ যাত্রীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের ১ জনকে স্থানীয় বেসরকারি সি বি হসপিটালে চিকিৎসা দেয়া হলেও অবস্থা গুরুতর হওয়ার ফলে ৩ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানান গেছে।

আহতরা হলেন- উপজেলার পুকুরিয়া ইউপির মোঃ মহিউদ্দিন (২৫), সাতকানিয়া উপজেলার তুলাতলী এলাকার মোঃ আবু হানিফ (৫০), কোম্পানির সেলসম্যান মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পুকুরিয়া ইউপির ৬ নং ওয়ার্ড এলাকার (সিএনজি চালক) মোঃ হানিফ (৩০)।

 

বাঁশখালীর প্রধান সড়কে প্রতিনিয়তই ঘটে চলছে সড়ক দূর্ঘটনা। সড়কের সরুতা, চালকের অদক্ষতা, যত্রতত্রে গাড়ী পার্কিং, অপ্রয়জনীয় স্পীড ব্রেকার স্থাপন, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সড়কের দু’পাশে অবৈধ দখল ও ফিটনেস বিহীন গাড়ীর হিড়িক ও চালকের বেপরোয়াবাজিতে সড়কে ওইসব দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধ করণ ও নিরাপদ সড়কের দাবিতে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ যাত্রী ও সচেতন মহল।

 

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে, ঘটনায় ৪ জন আহত হয়েছে, ১জনকে স্থানীয় একটি বেসরকারি হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, বাকী ৩ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ