
বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ পথচলার ১৮ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো এ অনুষ্ঠানমালার প্রথম নিবেদন “কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া” শিরোনামের শতকন্ঠে আবৃত্তি। এতে ১০০টি কবিতা আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের ১০০জন সদস্যশিল্পী।
সন্ধ্যা ৬টায় আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় ও তারুণ্যের উচ্ছ্বাস স্থায়ী পরিষদ সদস্য মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাসের ১৮ বছরের এ দীর্ঘ যাত্রাপথে সংগঠনকে এগিয়ে নিতে পাশে থেকে ভূমিকা রাখায় সুহৃদ সম্মাননা প্রদান করা হয় সংগঠক ও নাট্যজন সজল চৌধুরী এবং সংগঠক সাইফ চৌধুরীকে। অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। স্বগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাস সহ সভাপতি প্রবীর মহাজন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন সুস্মিতা দত্ত, মৌ দত্ত, মালবিকা সিঁথি, কামরুন নাহার আক্তার, জুয়েনা অফসানা, মীর রাতুল হাসান, তন্বী ঘোষ নন্দী, অনামিকা দাশ, বড়ুয়া প্রজ্ঞা লাবণী,
মুক্তা চৌধুরী, পুনম নাথ, পূর্ণিমা লালা তুলি, ভূবন দাশ ত্রয়ী, লাকী দেবী, পিন্টু কান্তি দাশ, অরিন্দম সরকার শাওন, পায়েল বিশ্বাস, ইভা চৌধুরী, কে.এম তাহসীর আরাফাত, স্বপ্না মঞ্জুরী, অর্পিতা দাশগুপ্তা, অরুন্ধতী চৌধুরী, নিলয় পাল, পিয়া চৌধুরী, কারিশমা কবীর ঐশী, সাফা মারওয়া, ইমাম হোসাইন, নাজিম উদ্দিন খান, রাজেশ্বরী চৌধুরী, স্বপ্নিল বড়ুয়া ডানা,

সুস্মিতা দাশ, শারমিন মুস্তারী নাজু, এ.এফ. ফাহিম, রাহুল ঘোষ দস্তিদার, অপর্ণা দাশগুপ্তা, চন্দ্রিকা বড়ুয়া, উর্মি নন্দী, চিংকু রাণী শীল, শারমিন সুলতানা জেরি, ইফতেখার রাকিব, দেবদীপ কান্তি দাশ রনি, সুমি বিশ্বাস, মোঃ মুফরাত হোসেন,
গার্গী দেব, রত্না চৌধুরী, অঝর চৌধুরী, শাহনাজ ঝুমু, জেরিন আহমেদ, আবৃতা গুপ্তা, রুম্পা বিশ্বাস, মোঃ শাফায়াত, শ্রেয়ন চৌধুরী, সকাল চৌধুরী বিজয়, সূর্য চৌধুরী জয়, শ্লোক দত্ত, কাজী আকসা নাজাকাত, শ্রীনন্দা মিশেল, ইউসরা সাফওয়ানা, অংকিত দাশ,

মোঃ কাজী মুনতাসির উদ্দিন, আদৃতা বর্দ্ধন, প্রযুক্তি দাশ, ত্রয়ী পান্থ, ত্রিধা পান্থ, অম্বিকা চৌধুরী, তাজকিয়া তাজরিন, দেবজিৎ বিশ্বাস, মোঃ মুয়াস ওয়াসি, কৌশিক পাল, শান বড়ুয়া, জেনি বড়ুয়া, প্রিয়তা সেন বৈদ্য, ণিতাশ্রী মজুমদার, সামিরা তাসনিম, সৌম্যদীপ বড়ুয়া, বিরাজ রায় চৌধুরী, কুয়াশা ধর, অপরাজিতা দাশ, আরাধ্যা চৌধুরী, অরণ্য মহাজন, অমৃতা দেব, দীপান্বিতা আইচ কথা, মুগ্ধরাজ দেব, স্বাগত দাশ (ওম), সন্দীপন দেবনাথ, সৌম্যদীপ দেবনাথ, উচ্ছ্বাস সেন, অরুনাভ নাথ, অয়ন্তিকা দেবী, আদিত্য দত্ত আবির, অভ্রনীল বিশ্বাস, স্বচ্ছ দাশ, অরিন্তিকা কর, ওয়াজিহা আলম মাহেরা, নীলাদ্রি মজুমদার, সায়ন্তী চৌধুরী, উৎসব রায় বিশ্বাস, দেবস্মিতা রায় বিশ্বাস, স্বাহা প্রতীম ধর ও অদ্বৈত প্রতীম ধর।
পড়েছেনঃ ১৪০