প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৪, ৮:০৩ পূর্বাহ্ণ
তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠানমালা শুরু “কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া”
বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ আবৃত্তি সংগঠন 'তারুণ্যের উচ্ছ্বাস' পথচলার ১৮ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো এ অনুষ্ঠানমালার প্রথম নিবেদন "কবিতার জন্যে অহোরাত্র যূথবদ্ধ মায়া" শিরোনামের শতকন্ঠে আবৃত্তি। এতে ১০০টি কবিতা আবৃত্তি করেন তারুণ্যের উচ্ছ্বাসের ১০০জন সদস্যশিল্পী।
সন্ধ্যা ৬টায় আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় ও তারুণ্যের উচ্ছ্বাস স্থায়ী পরিষদ সদস্য মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাসের ১৮ বছরের এ দীর্ঘ যাত্রাপথে সংগঠনকে এগিয়ে নিতে পাশে থেকে ভূমিকা রাখায় সুহৃদ সম্মাননা প্রদান করা হয় সংগঠক ও নাট্যজন সজল চৌধুরী এবং সংগঠক সাইফ চৌধুরীকে। অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। স্বগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।