মুহাম্মদ শহীদুল ইসলাম :
দু’জনই ভিক্ষুক। তারা দু’জনই দাদা-দাদীর বয়সী। ছবির মানুষ দু’টির মানবতা আমরা অনেকের নজর কেড়েছে। সম্প্রতি এক সকালে ছবির বৃদ্ধ মহিলাটি চট্টগ্রাম নগরীর অক্সিজেনস্থ একটি মার্কেটের সামনে বসে ভিক্ষা করছিলেন। আমি আমার দোকানে বসেই দেখছিলাম একটি মনোমুগ্ধকর দৃশ্য।
মার্কেটের পাশেই ছবির বৃদ্ধ লোকটির বাসা। তিনি সকালে ভিক্ষা শেষে বাইরে কোথাও থেকে আসছিলেন। পথেই দেখতে পেলেন, তার পূর্ব পরিচিত এক বৃদ্ধা মহিলা ভিক্ষা করছিলেন। দেখেই পকেট থেকে বের করে এক টাকা দিতে চাইলেন। বৃদ্ধাটি বলে উঠলেন, “তুমি কোত্থেকে টাকা দিবে? না, লাগবে না।” বৃদ্ধ পুরুষের উত্তর হলো “নাও, অসুবিধা নাই। আমি পাইছি”-বলেই এক টাকা দিয়ে চলে গেলেন।
ভিক্ষুক হলেও এদের “নাও, অসুবিধা নাই”, “না, লাগবে না”, শব্দসমূহে মানবতা প্রকাশের যে বিদ্যমান এদের নিকট অনেক কিছুই শেখার আছে আমাদের। বিশেষ করে পথে প্রান্তরে যারা লাখ টাকার গাড়ী হাঁকায়, অথচ এসব অসহায় মানুষগুলোর জন্যে গাড়ির গ্লাস পর্যন্ত খোলা হয় না।
আসুন, আমরা যারা মানবতার কথা বলি এই ভিক্ষুকদের নিকট থেকে শিখি এবং এসব দুস্থ, গরীব ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চেষ্টা করি।