আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চন্দনাইশ শাহ সুফি মমতাজীয়া দরবারের ৩দিনব্যাপী ওরশ সমাপনী দিবসে এমপি নজরুল বলেন- পীর-ওলিদের জীবন অনুসরণ করলে পর জগত শান্তিময় হবে

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :
উপজেলার কাঞ্চননগর জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের শাহ্ সুফি মুফতি ছৈয়দ মো. মমতাজ আলী (কঃছিঃআঃ) এর ৯ম বার্ষিক ওরছ উপলক্ষে ৩ দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে ২০ অক্টোবর ওরশ মাহফিল সম্পন্ন হয়েছে।
শাহ্সুফি ছৈয়দ মো. আলী শাহ’র সভাপতিত্বে সকাল থেকে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, মিলাদ মাহফিল, যিকির, নাতে মোস্তাফা (সঃ), হামদ অনুষ্ঠিত হয়। সন্ধায় মিলাদ মাহফিলে প্রধান মেহমান ছিলেন, প্রফেসর ড. শামীম উদ্দিন আহমদ মোনেমী, ভারত, পাটনা। তক্বরীর করেন পীরজাদা যথাক্রমে মো. মনজুর আলী, শাহজাদা মতি মিয়া মনছুর, মাও. মো. মজিবুর রহমান, ছৈয়দ মো. আতিকুল্লাহ, আলী আহমদ মমতাজী, মুফতি ইকবাল মমতাজী, মাও. এমএ মান্নান আশরাফি, মাও. মাহবুবে রহমান নুরে বাংলা, মাও. রেজাউল করিম, মাও. গোলাম রাব্বানী মমতাজী, শাহজাদা মো. রিয়াজ উদ্দিন ঢালি মমতাজি, মাও. বশির উদ্দিন মমতাজি, মাও. আনোয়ার হোসেন মমতাজি, মাও. বোরহান উদ্দিন, মাও. সোহেল উদ্দিন আনসারী প্রমূখ।
মাহফিলের তক্বরীরে আলেমেদীনগণ বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য মুরিদান ও ভক্তদের কাছে তার আশীষ বাণী রেখে গেছেন। প্রিয় নবী বলেছেন, ‘তুমি এমনভাবে এবাদত কর, যেন আল্লাহকে দেখছ। নতুবা এমনভাবে এবাদত কর যে, আল্লাহ তোমাকে দেখছে’। এমন কিছু উপলদ্ধি করার অর্থই হল ‘তাসাউফ’। ইমাম গাজ্জালী (র:) বলেছেন, সুফিরা হচ্ছে আল্লাহর পথের সন্ধানী। তাদের আচরণ হচ্ছে সর্বোৎকৃষ্ট আচরণ। তাদের পথ হচ্ছে সর্বোত্তম পথ, তাদের ব্যবহার হচ্ছে সবচেয়ে পবিত্র। তাদের অন্তরে আল্লাহ ছাড়া কোন কিছুর অস্থীত্ব নেই। তারা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান নদীর স্রোতধারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ