আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ইসিতে চতুর্থ দিনে ৪৮ আপিল মঞ্জুর, ৫৩টি অগ্রাহ্য হয়েছে

ঢাকা ব্যূরো : নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে গত তিনদিনে আপিল মঞ্জুর হওয়ার সংখ্যা বেশি হলেও চতুর্থ দিনে নামঞ্জুর হয়েছে বেশি। (১৩ ডিসেম্বর) বুধবার ১০৩ টি শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে আপিল অগ্রাহ্য হয়েছে ৫৩টি, মঞ্জুর হয়েছে ৪৮টি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ হওয়া এক প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল বুধবার বৈধ হয়েছে। এছাড়া গত তিনদিনে পেন্ডিং থাকা ৪টি আপিলের বিষয়ে বুধবার ইসি সিদ্ধান্ত জানিয়েছে। এর তিনটি মঞ্জুর হয়েছে, একটি হয়েছে নামঞ্জুর। এর আগে তিন দিনের আপিল শুনানিতে ১৭১ জনকে প্রার্থিতা ফেরত দেয় নির্বাচন কমিশন। আর আপিল নামঞ্জুর হয় ১০৮ জন প্রার্থীর।

বুধবারের সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থীদের আপিল মঞ্জুর হয়েছে- লালমনিরহাট-৩ আসনের মো. জাবেদ আলী, ফেনী-১ আসনের আবুল হাসেম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের বিজয় কুমার চৌধুরী, পাবনা-২ আসনের তৌফিক আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের মো. ইমদাদ আলী, নীলফামারী-৩ আসনের মার্জিয়া সুলতানা, জয়পুরহাট-২ আসনের মো. আতোয়ার রহমান মণ্ডল, ঢাকা-১৪ আসনের মোহাম্মদ এমরুল কায়েস খান, ঢাকা-১৮ আসনের এস এম তোফাজ্জল হোসেন, রাজবাড়ী-২ আসনের নূরে আলম সিদ্দিক, রংপুর-৬ আসনের তাকিয়া জাহান চৌধুরী, কিশোরগঞ্জ-৩ আসনের মো. রুবেল মিয়া, টাঙ্গাইল-৬ আসনের তারেক শামস খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ফিরোজুর রহমান, বগুড়া-৩ আসনের অজয় কুমার সরকার ও ঢাকা-১৩ আসনের মো. শাহাবুদ্দিন।
রাজনৈতিক দলের মধ্যে কল্যাণ পার্টির নীলফামারী-৩ আসনের মো. বাদশা আলমগীর।

তৃণমূল বিএনপির ঢাকা-১৯৮ আসনের ডা. মো. সিরাজুল ইসলাম, নেত্রকোনা-৪ আসনের মো. আল মামুন ও কুড়িগ্রাম-৪ আসনের মো. আতিকুর রহমান খান। জাকের পার্টির কুমিল্লা-৭ আসনের মো. সহিদুল ইসলাম, কুমিল্লা-৩ আসনের বেনজির আলম অনন, কুড়িগ্রাম-২ আসনের মো. মশিউর রহমান ও লালমনিরহাট-২ আসনের মো. রজব আলী। জাতীয় পার্টির ঢাকা-৩ আসনের মো. ফারুক ও ঢাকা-১৯ আসনের মো. বাহাদুর ইসলাম। বিএনএমের ঢাকা-১৯ আসনের মো. সাইফুল ইসলাম ও টাঙ্গাইল-৬ আসনের খন্দকার ওয়াহিদ মুরাদ। বাংলাদেশ কংগ্রেসের চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ মহিবুর রহমান বুলবুল, মুন্সিগঞ্জ-২ আসনের কামাল খান ও পটুয়াখালী-১ আসনের মো. নাসির উদ্দিন তালুকদার। সাংস্কৃতিক মুক্তিজোটের ঢাকা-১৪ আসেনর মো. আসিফ হোসেন, রাজশাহী-৩ আসনের মো. এনামুল হক, কিশোরগঞ্জ-৫ আসনের মো. রবিন মিয়া, চাঁদপুর-৫ আসনের আক্তার হোসেন, কুমিল্লা-২ আসনের সিরাজুল টম সুডেন ও সিলেট-১ আসনের আব্দুল বাছিত। বিএনএফের চট্টগ্রাম-৪ আসনের মোহাম্মদ আকতার হোসেন ও ঢাকা-১ আসনের মো. বাহারানে সুলতান বাহার। সাম্যবাদী দলের কুষ্টিয়া-২ আসনের মো. আনোয়ার হোসেন বাবলু। ইসলামী ঐক্যজোটের ঢাকা-৮ আসনের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার ও ঢাকা-২ আসনের মাওলানা মো. আশ্রাফ আলী জিহাদী। ইসলামিক ফ্রন্টের চাঁদপুর-১ আসনের মো. সেলিম প্রধান। গণফ্রন্টের মানিকগঞ্জ-১ আসনের মোহাম্মদ শাহজাহান খান। বুধবার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে যশোর-৪ আসনের সুকৃতি কুমার মণ্ডলের আবেদন মঞ্জুর হয়েছে।

বুধবারের শুনানিতে জাসদের কুমিল্লা-৯ আসনের মনিরুল আনোয়ার ও ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র আবদুল কাদের আজাদের আপিল পেন্ডিং রয়েছে।এদিকে এরআগে পেন্ডিং থাকা জাতীয় পার্টির ঢাকা-১২ আসনের খোরশেদ আলম খুশু ও স্বতন্ত্র এবং নওগাঁ-১ আসনের মো. খালেকুজ্জামানের আবেদন মঞ্জুর রয়েছে। মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে যশোর-৪ আসনের রনজিত কুমার রায়ের আপিল মঞ্জুর হয়েছে। তবে ময়মনসিংহ-৮ আসনের ফখরুল ইমামের আবেদন নামঞ্জুর হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অবৈধ হওয়া লক্ষ্মীপুর-৪ আসনের বিকল্পধারার মেজর (অব.) আব্দুল মান্নান ইসিতে আপিল করলে তা অগ্রাহ্য হয়েছে। ফলে তার প্রার্থিতা বৈধ হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ