নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মোতালেব সিআইপি সৌজন্য সাক্ষাৎ করে দোয়া নিলেন। (১৩ ডিসেম্বর) বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
এমএ মোতালেব জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে দোয়া কামনা করেছেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। ভোটারবান্ধব পরিবেশ বজায় রেখে, নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা ধারণ করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে।
তিনি জানান, দেশের সর্বক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এ উন্নয়নের বারতা ভোটারদের নিকট পৌঁছে দিয়ে ভোটারদের নিজস্ব মতামতকে প্রাধান্য দিতে, ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য শতভাগ প্রস্তুতি নির্বাচন কমিশন ইতোমধ্যে গ্রহণ করেছেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচন এদেশের ইতিবাচক রাজনীতির মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদী।