
ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি : শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ৮০ লাখ টাকার অর্থে পটিয়ায় নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে পটিয়া উপজেলা ভুমি অফিস জামে মসজিদের পুন: নির্মাণ ও আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আতিকুল মামুন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যচাসী নাথ, পৌরসভার কাউন্সিলর
গোফরান রানা, ভুমি অফিস জামে মসজিদের ইমাম মওলানা আবদুল কাদের।
পড়েছেনঃ ৩৭০