
এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার কর আদায়কারী মোহাম্মদ আবদুল খালেককে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আবদুল খালেক পৌরসভার পন্থিছিলা এলাকার আবুল হাসেমের ছেলে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয় (মামলা নং ৪২)।’ তিনি বলেন, ঐ মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে । সেই পরোয়ানায় তাঁকে বিকেলে গ্রেফতার করা হয়েছে আদালতে প্রেরন করা হয়,আদালত তাকে কারাগারে পাঠায়।
সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, পৌরসভার কর আদায়কারী খালেককে নাশকতা মামলায় পুলিশ গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। নাশকতার ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয়টি জানা ছিলনা বলে জানান তিনি ।