
এম, ইব্রাহিম খলিল সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সতায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৬ ফেব্রুয়ারি রাত ১১:৪০ ঘটিকার সময় সীতাকুন্ড মডেল থানাধীন ভাটিয়ারী ইউপিস্থ মাদামবিবিরহাট মার্কেন্টাইল ব্যাংকের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ আব্দুল কারিম (২৫), পিতা-মোঃ রাজা মিয়া, মাতা-মোসাঃ কমেলা খাতুন, সাং-মহিষবাথান,ডাক-শেখেরকোলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ০১ (এক) টি ওয়ারলেস সেট, যাহার গায়ে ইংরেজিতে MOTOROLA লেখা আছে, ০১ (এক) টি স্টীলনেস স্টীলের হ্যান্ড কাপ, যাহার গায়ে খোদাই করা ইংরেজিতে VAIOR লেখা আছে উদ্ধার করেন।
উক্ত আসামী মূলত বর্ণিত ওয়ারলেস সেট ও হ্যান্ডকাপ দেখিয়ে নিজেকে পুলিশ দাবী করে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নিতেন। ধৃত আসামীর বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-১৪, তাং-০৭/০২/২০২৩ইং, ধারা-১৭০/১৭১/৪১৯ পেনাল কোড রুজু করে মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।