আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নাজিরহাট পৌরসভায় নৌকার টিকিট পেলেন লায়ন একে জাহেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লায়ন একে জাহেদ চৌধুরী।
বুধবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়।
দেশচিন্তাকে নাজিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদ হোসেন জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

একে জাহেদ চৌধুরী ছাড়াও মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন- পৌরসভার বর্তমান মেয়র এস এম সিরাজ উদ দৌলা, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ছৈয়দ লুৎফুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন আজম, ব্যবসায়ী আলী আজম ছাদেক, জাবেদ জাহাঙ্গীর টুটুল, প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার এবং রেজভী আপ্পান মাহমুদ জেরিন।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় দ্বিতীয় নির্বাচন হলেও সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে প্রথমবারেরর মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। ভোটারদের মাঝেও শুরু হয়েছে নির্বাচনী আলোচনা-সমালোচনা এবং হিসাব-নিকাশ। আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ায় আর কে কে নির্বাচন করবেন অপেক্ষার প্রহর গুনছেন এলাকাবাসী। সব মিলিয়ে নির্বাচনী উৎসাহ উদ্দীপনার জোয়ারে ভাসছে নাজিরহাটবাসী।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ