
বিএম ককন্টেইনার ডিপোতে সংঘটিত ভয়াবহ বিষ্ফোরন ও অগ্নিকান্ডে আহতদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছুটে গেলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক।
আজ ৮ জুন সকালে তিনি যুবলীগের নেতাকর্মীদের নিয়ে মেডিকেলে যান এবং কয়েকঘন্টা সেখানে অবস্থান করেন। এসময় তিনি ডাক্তার ও নার্সদের সাথে শশ্রুসা কাজে যথাসাধ্য অংশগ্রহন করেন। প্রচুর পানি, ঔষধ, রক্ত ও পথ্যের প্রয়োজনীয়তা দেখে তিনি সাথে থাকা নেতাকর্মীদের রক্তদান ও সামর্থানুসারে অন্যান্য সহায়তা দানের আহ্বান জানান। সকলের তাৎক্ষনিক সহায়তায় বেশ কিছু খাবার, পানীয়, ঔষধ, ব্যান্ডেজ রোল, টিস্যু ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংগ্রহ করে আহতদের স্বজনদের কাছে সরবরাহ করেন এবং মানসিক শক্তি দিতে কাজ করেন। তিনি বলেন চট্টগ্রামের মানুষ আজ প্রমান করেছে মানবিকতা হারিয়ে যায়নি। আমরা এখনো যে কোন বিপর্যয়ে মূহুর্তে একে অপরের কাছে চলে আসতে পারি। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, মানবিক সংকট মোকাবেলায় ঝাঁপিয়ে পরা আমাদের রাজনৈতিক ও আদর্শিক শিক্ষা।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য মো. আরিফ, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী সৌমিক, যুবনেতা বোরহান উদ্দিন ও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।