থানচি সংবাদদাতা, বান্দরবান: পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ২৭ মে জুমাবার সকাল ৯টায় থানচিতে সফর করেন।
সফরকালে তিনি উপজেলার নাইদারি পাড়া রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,সকাল সাড়ে দশটায় থানচি বাস টার্মিনালের ভিত্তি ও থানচি হিন্দু মন্দির উদ্বোধন করেন। দুপুর বারোটায় উপজেলার ২নং তিন্দু ইউনিয়নে বাজারে ইউনিয়নবাসীর সাথে মত বিনিমিয় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৫৭৬ পরিবারের নিকট সোলার প্যানেল, ক্রীড়া, জেনারেটর, সামাজিক আয়োজনের জন্য ডেকোরেটর সামগ্রী বিতরণ করেন।
এসময় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন আমার পাহাড়ে কোন মা ভাই বোনদেরকে অন্ধকারে কাজ কর্ম বা লেখাপড়া করতে হবেনা সোলার প্যানেলের মাধ্যমে আপনারা পারিবারিক কাজ কর্ম ছেলে মেয়েদের লেখাপড়া সুযোগ হবে।
তিন্দু ইউনিয়নের জন্য ইতিমধ্যে বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে আসা করি তা ইতিমধ্যে সংযোগ দেওয়া হবে তিনি আরো বলেন পাহাড়ের মানুষের কাছে প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা আছে বলে পাহাড়ে উন্নয়নের ছোয়া লেগে আছে পাহাড়বাসীর উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি।
এসময় সাথে ছিলেন হোম পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) প্রকল্প পরিচালক মো: হারুন রশিদ, ৩৮ বিজিবি অধিনায়ক খন্দকার শরীফ উল আলম, বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ভাপ্রাপ্ত রাহুল চন্দ্র, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, থানচি থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়সহ নিরাপত্তায় নিয়োজিত বিভিন্নবাহিনী, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।