
সামাজিক সাংস্কৃতিক সংগঠন খিড়কি এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সংগঠনের সভাপতি এফ.এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি ও গীতিকার মাসুন খান খোকন এর সঞ্চালনায় নগরীর সি আর বি তে তাসপ্রিয়া গার্ডেনে ১১ই জৈষ্ঠ্য ২৫ শে মে ২০২২ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা মোঃ জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমীর রের্কডিং এর স্বত্ত্বাধীকারী ও প্রযোজক সামশুল হক, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী এস.এম মানিক, গীতকার হারুন রশীদ হারুন, কণ্ঠশিল্পী রায়হান সুলনাতা নিহা, সংগঠনের সহ-সভাপতি ও সংগঠক ফাতাউর রহমান, গীতিকার মোস্তাফা সাগর, অভিনেতা এম.এ জাব্বার, অভিনেতা বাহার মজুমদার, প্রযোজক কায়সার আলম বাবলু, গীতিকার রনি মাস্টার, সামশুল আলম রানা, অভিনেতা রাজ সাগর। বক্তারা জাতীয় কবি সৃষ্টি কর্মের উপর বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেন পরে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি করেন। সংবাদ বিজ্ঞপ্তি।