
শহিদুল ইসলাম শহিদ (থানচি) বান্দরবান: উপেজলার একমাত্র ব্যাবসায়ী প্রাণকেন্দ্র থানচি বাজার এই বাজারে উপজেলার চারটি ইউনিয়ন ও পাড়া গ্রামের মানুষের নিত্যপণ্য ক্রয় বিক্রয় ও বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য চলাচল করে থাকে।
বাজারের একমাত্র প্রবেশপথে মাজখানে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে হতে বাজারের প্রায় অংশ সামান্য বৃষ্টিতে হাটু পানিতে পরিণত হয়।
সরজমিনে গিয়ে দেখা যায় যে বাজারে পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মান করা হয়েছে,তা সড়কের পানি ড্রেনে পড়ার সংযোগ না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে,অন্যদিকে কিছু কিছু জায়গায় সড়ক থেকে কংকর উঠে গিয়ে লোহা গুলো উপরে চলে আসাতে দুর্ঘটনা হওয়া সম্ভাবনা রয়েছে তাই বাজার সড়কটি জরুরী সংস্কার কিং নির্মাণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বাজারের হার্ডওয়ারের দোখানে কর্মরত উত্তম ধর বলেন বাজারে গাড়ি ডুকলে জমে থাকা পানি ছিটকে দোখানে এসে পড়ে যা আমাদের মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়।
অনেকে ক্ষেত্রে দেখা যায় পা পিছলে পড়ে থাকতে দেখা গেছে এই তো কয়েকদিন আগে স্বামী স্ত্রী দুই জনে মটরসাইকেল থেকে পড়েযায়।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসূর প্রতিনিধিকে বলেন আমি বিস্তারিত জেনে তা কিভাবে দুর্ভোগ লাগব করা যায় চেষ্টা করবো।