
মোঃশহিদুল ইসলাম(শহীদ) বান্দরবান: দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীসহ ১১জন সাংবাদিকের বিরুদ্ধে করা হুইফ শামসুল হক চৌধুরী কতৃক ৫শত কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার করার দাবিতে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ।
২৮ শে আগষ্ট শনিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।
এতে অংশগ্রহন করেন বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধারণ সম্পাদক মংসানু মারমা, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, নুরুল কবির, কৌশিক দাশ সহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।