
থানচি বান্দরবান: বান্দারবন থানচি উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা (২০২১-২০২২) চুড়ান্তকরন সভা অনুষ্টিত হয়।
২৫শে আগষ্ট সকাল সাড়ে দশটায় উপজেলা কো অডিনেটর খৃষ্টপর লিটন আসামের সার্বিক পরিচালনায় স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ।
বিশেষ অতিথি থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান নূমৈ প্রু মারমা।
এতে অংশগ্রহণ করেন কারিতাস লিন প্রজেক্টের টেকনিকাল কো অডিনেটর বিপ্লব সরকার থানচি প্রেস ক্লাব সভাপতি মংবোয়াংচিং মারমা অনুপমসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
পড়েছেনঃ ৩৭০